• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

পরমাণু যুদ্ধ নিয়ে প্রতারণা করছে পশ্চিমারা: পুতিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ০৭:১০ পিএম
পরমাণু যুদ্ধ নিয়ে প্রতারণা করছে পশ্চিমারা: পুতিন

পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি নিয়ে প্রতারণা করার অভিযোগ তুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়াকে এমন হুমিকিতে ফেললে ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য তার দেশ ‘সম্ভাব্য সব উপায়’ ব্যবহার করবে বলে সতর্ক করে দিয়েছেন এই নেতা।

পুতিন আরও বলেন, তার এই হুঁশিয়ারি কোন ফাঁকা বুলি নয়। তাই হালকাভাবে নেওয়ার কোন সুযোগ নেই। যারা পারমাণবিক অস্ত্র নিয়ে প্রতারণা করার চেষ্টা করে তাদের জানা উচিত পরিস্থিতি তাদের প্রতিকূলেও যেতে পারে। 

প্রেসিডেন্ট পুতিনের অবস্থানকে সমর্থন করে রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু বলেছেন, ইউক্রেনে যুদ্ধের জন্য অতিরিক্ত তিন লাখ সৈন্যকে তলব করা হয়েছে। যা রাশিয়ার মোট আড়াই কোটি রিজার্ভ সৈন্যদের মাত্র এক শতাংশ।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, মস্কোর এই লড়াই শুধু ইউক্রেনের বিরুদ্ধে নয়, বরং পুরো পশ্চিমা জোটের বিরুদ্ধে। তিনি আরও স্বীকার করেছেন, গত ফেব্রুয়ারি মাসের পর থেকে ইউক্রেনে প্রায় ছয় হাজার রুশ সৈন্য নিহত হয়েছে। যদিও পশ্চিমা দেশগুলোর দাবি নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে।

Link copied!