• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ৫০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৪, ২০২২, ০২:৪৭ পিএম
নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ৫০

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পূর্ব প্রান্তে সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হয়েছে। এখনো নিখোঁজ আছেন অনেকে।

স্থানীয় সময় রোববার (২২ মে) বোর্নো রাজ্যের রান শহরে এ ঘটনা ঘটে। সোমবার রয়টার্সকে ফোন করে এ ঘটনা জানান প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় কৃষক হারুন টম জানান, রোববার কৃষিজমিতে কাজ করার সময় নিরীহ মানুষদের গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। হামলার পর ৫০ জনকে দাফন করেছেন তারা।

আরেক কৃষক আগিদ মুহম্মদ জানান, বোকো হারামের সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে এসে আমাদের গ্রামবাসীকে ঘিরে ফেলে। পরে একে একে তাদের গুলি করে হত্যা করা হয়। অনেককে দড়ি দিয়ে বেঁধে জবাই করা হয়েছে বলেও জানান তিনি।

পশ্চিম আফ্রিকাতে ইসলামিক স্টেটের (আইএস) এর সক্রিয় শাখায় পরিণত হয়েছে বোকো হারাম। এই অঞ্চলে সর্বশেষ হামলাগুলোর জন্যও বোকো হারামকে দায়ী করেন স্থানীয় বাসিন্দারা। যদিও এ ব্যাপারে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল অনিয়েমা নওয়াচুকউ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

২০০৯ সাল থেকে দেশটির উত্তর-পূর্বের রাজ্যগুলো বিশেষ করে বোর্নো রাজ্যে জঙ্গি ইসলামি সন্ত্রাসীগোষ্ঠী বোকো হারামের আধিপত্য বেড়েছে। জাতিসংঘের মতে, সহিংস হামলার কারণে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। হামলা ও মানবিক সংকটে ভুগে মারা গেছে প্রায় সাড়ে ৩ লাখ মানুষ।

 

Link copied!