নাইজেরিয়ার সোকোটো রাজ্যে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় ১৫ জন নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা জানান, উত্তর-পশ্চিমাঞ্চলের সোকোটো রাজ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় সময় রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত এ হামলা চলে বলে জানিয়েছে রয়টার্স। সহিংসতা বন্ধে সেনাবাহিনীর অভিযানের মধ্যেই এই হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
সোকোটো রাজ্যের গভর্নর আমিনু ওয়াজিরি তামবুওয়াল হামলার খবর নিশ্চিত করেন। তিনি জানান, স্থানীয় ডাকাতরাই সংঘবদ্ধ সন্ত্রাসী দল হিসেবে কাজ করছে।
এক বিবৃতিতে আমিনু ওয়াজিরি বলেন, রোববার রাত থেকে নাইজার প্রজাতন্ত্রের সীমান্তবর্তী শহর ইলেলায় ১৩ জন ও সোকোটো রাজ্যের রাজধানী থেকে ৭৬ কিলোমিটার পূর্বে গোরোনিওতে বন্দুক হামলায় দুজন নিহত হয়েছেন।
এর আগে অক্টোবরে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়। এছাড়া গত কয়েক মাস ধরেই উত্তর-পশ্চিম নাইজেরিয়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে সশস্ত্র ডাকাত দল মুক্তিপণের দাবিতে শত শত মানুষকে অপহরণ ও হত্যা করছে।
হামলার নিন্দা জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। হামলাকারীদের ধরতে সামরিক বাহিনী অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে বলেও জানান তিনি।