• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নাইজারে বন্দুক হামলায় মেয়রসহ নিহত ৬৯


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১, ১১:৩৬ এএম
নাইজারে বন্দুক হামলায় মেয়রসহ নিহত ৬৯
ছবি: সংগৃহীত

নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় এক মেয়রসহ কমপক্ষে ৬৯ জন নিহত হয়েছেন। দক্ষিণ-পশ্চিমে মালির সীমান্তের কাছে হামলার ঘটনা ঘটে।

শুক্রবার (৫ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে হামলার ঘটনাটি জানিয়েছে। হতাহতের ঘটনায় দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। 

দেশটির সরকারের বরাতে বিবিসি জানায়, নিহতদের মধ্যে স্থানীয় এক মেয়র ও এক মিলিশিয়া নেতা রয়েছেন। তবে মঙ্গলবারের এমন নৃশংস হত্যাকাণ্ডের দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

এদিকে প্রতিবেশী দেশ মালির সীমান্তঘেঁষা পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি অঞ্চলে বানিবাঙ্গোউ শহরের মেয়রের নেতৃত্বে ভ্রমণরত এক প্রতিনিধিদলের ওপর অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। এতে ঘটনাস্থলে অনেকেই প্রাণ হারান। হামলাকারীদের আটকের চেষ্টা চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

এ ঘটনায় নাইজারের জঙ্গিগোষ্ঠী আইএস জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত কয়েক দশক ধরে আফ্রিকার নাইজার, মালি, বুরকিনা ফাসো এবং নাইজেরিয়ায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো প্রায় সময় হামলা, লুটপাট, অপহরণ করে আসছে। 

এছাড়া চলতি বছরে সহিংসতায় ৫০০ বেশির মানুষ নিহত হয়েছেন।

Link copied!