টানা বৃষ্টিতে মৌসুমি ঝড়ের প্রকোপে সৃষ্ট দক্ষিণ আফ্রিকার বন্যার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কোয়াজুলু-নাটাল প্রদেশে এখনও নিখোঁজ জীবিতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এ পর্যন্ত বন্যায় অন্তত ৪০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগামী দিনগুলোতে বৃষ্টিপাত আরও বাড়লে উদ্ধারকারীরা বিপদের সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসি জানায়, বন্যায় প্রায় ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৩ হাজার ৫০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপদ আশ্রয়, খাবার বা পানি ছাড়া অনিশ্চয়তায় দিন কাটছে স্থানীয়দের।
সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বন্যাদুর্গত অঞ্চল পরিদর্শন করেন। ইতিমধ্যে সেখানে প্রায় তিন শতাধিক স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক ও সেতু ভেঙ্গে পড়ায় কিছু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা।
ডারবান পৌরসভায় ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযানে এখনও অসংখ্য নিখোঁজ মানুষের খবর পাওয়া যাচ্ছে। আর তাই মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।