• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ০১:২১ পিএম
দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন

দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে পার্লামেন্ট ভবনে অগ্নিকান্ডের খবর পাওয়া গেছে। বিবিসি জানায়, স্থানীয় সময় রোববার (২ জানুয়ারি) সকালে পার্লামেন্টের উপর তলায় বড় ধরনের আগুন দেখা গেছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, আগুনের কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যাচ্ছে। ভবনের ছাদ থেকেও বিশাল আগুনের শিখা দেখা গেছে। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার পার্লামেন্টের কাছে সেন্ট জর্জ ক্যাথেড্রাল গির্জাতে আর্চবিশপ ডেসমন্ড টুটুর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এরপর সকালেই আগুন দেখতে পান স্থানীয়রা।

শহরের জরুরি পরিষেবার একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে এই ঘটনার তথ্য দেন। তিনি বলেন, “পার্লামেন্টের ছাদে আগুন লেগেছে। এছাড়াও জাতীয় পরিষদ ভবনেও আগুন দেখা যাচ্ছে।"এসময় তিনি আরও উল্লেখ করেন, আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকান্ডের কারণে ভবনের দেয়ালেও ফাটল দেখা দিয়েছে।

কেপটাউনে পার্লামেন্ট ভবন তিনটি বিভাগ নিয়ে গঠিত, যার মধ্যে সবচেয়ে পুরানোটি ১৮৮৪ সালে নির্মিত। প্রাথমিকভাবে জানা গেছে, ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানকার অফিস থেকে আগুন পার্লামেন্টের ব্যায়ামাগারে ছড়িয়ে পড়েছে। 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!