• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০,

তালেবানের সরকার ঘোষণা, যুক্তরাষ্ট্রের উদ্বেগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ০৩:০৯ পিএম
তালেবানের সরকার ঘোষণা, যুক্তরাষ্ট্রের উদ্বেগ

দলের সহপ্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে রাষ্ট্রপ্রধান করে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। তবে এই নতুন সরকার নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র।

বার্তা সংস্থা এপি জানায়, তালেবান সরকারে উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ নেতা মোল্লা আবদুল গণি বারাদার ও মৌলভী আব্দুল সালাম হানাফি। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান সিরাজউদ্দিন হাক্কানি। সশস্ত্র বাহিনী হাক্কানি নেটওয়ার্কের এই প্রধান এখনো যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় রয়েছেন।

এদিকে বিবিসি জানায়, মার্কিন সেনাদের ওপর হামলার পরিসংখ্যান প্রকাশ করে তালেবান সরকারের সদস্যদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। কেননা, অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার নেতৃত্ব থাকা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ, জাতিসংঘের কালো তালিকাভুক্ত। এছাড়া সিরাজউদ্দিন হাক্কানিও রয়েছেন এফবিআইয়ের সন্ত্রাসী তালিকায়।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “আমরা লক্ষ করেছি সদ্য ঘোষিত এই সরকারে কেবল তালেবান সদস্য বা তাদের ঘনিষ্ঠ সহযোগীরা আছেন। কোনো নারী সদস্য নেই। এছাড়া সরকারের কয়েকজন ব্যক্তির কর্মকাণ্ড ও অতীত রেকর্ড নিয়ে আমরা উদ্বিগ্ন।”

অন্যদিকে যুক্তরাষ্ট্র তালেবানের কথায় নয়, কাজ দিয়ে সরকারকে বিচার করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এছাড়া মার্কিন, বিদেশি নাগরিক ও আশ্রয়প্রার্থী আফগানদের নিরাপদ দেশ ত্যাগের অনুমতি দিতে তালেবানের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!