তালেবানকে ঠেকাবে এনআরএফ?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১, ১০:১২ এএম
তালেবানকে ঠেকাবে এনআরএফ?

আফগানিস্তানের ৩৪ প্রদেশের মধ্যে প্রায় ৩০টির দখল এখন তালেবানের। তবে উত্তরাঞ্চলের কয়েকটি প্রদেশে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি বিদ্রোহীরা।

১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে গনি সরকারের পতন ঘটায় তালেবান। নতুন সরকার গঠনের ঘোষণা দেন দলটির নেতারা।

তবে বিদ্রোহীদের জন্য ক্ষমতা দখলের পথ এখনো মসৃণ নয়। অন্তত উত্তর-পূর্বাঞ্চলের পাঞ্জশির উপত্যকায় এমন বার্তাই দিচ্ছে তালেবানবিরোধী সশস্ত্র গোষ্ঠী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তান (এনআরএফ)।

বিবিসি জানায়, তালেবানকে প্রতিরোধ করতে কয়েক হাজার হাজার যোদ্ধা প্রস্তুত রয়েছে এনআরএফের। যদিও গোষ্ঠীটির বৈদেশিক সম্পর্ক বিভাগের প্রধান আলী নাজরি বিবিসিকে জানান, তালেবানের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনাতেও আগ্রহ রয়েছে তাদের।

তবে আলোচনার চেষ্টা ব্যর্থ হলে ‘কোনো ধরনের আগ্রাসন মেনে নেওয়া হবে না’ বলেও হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

এদিকে তালেবানরা বলছে, সব দিক থেকে পাঞ্জশির উপত্যকা ঘেরাও করে রেখেছে তাদের সেনারা। রাজধানী কাবুল দখলের পর তালেবান এখন উত্তর-পূর্বাঞ্চলে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে বিবিসিও।

তবে ইতিহাস বলছে এর আগেও আফগানিস্তানে তালেবানকে প্রতিহত করার নজির রয়েছে এনআরএফের। আশির দশকে সভিয়েত সেনাদের প্রতিহত করার পর ১৯৯০ সালে তলাবানের হাত থেকে পঞ্জশির উপত্যকাকে রক্ষা করে এই সশস্ত্র গোষ্ঠী।

অন্যদিকে শুরু থেকেই সবার অংশগ্রহণে নিশ্চিত করে সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়ে আসছেন তলেবান প্রতিনিধিরা। আর তাই তালেবানের সঙ্গে এনআরএফের সমঝোতার ওপরেই নির্ভর করছে উত্তরাঞ্চলের ভবিষ্যৎ।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!