• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তালেবান ইস্যুতে এবার সার্কের বৈঠক হচ্ছে না


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ০১:৩১ পিএম
তালেবান ইস্যুতে এবার সার্কের বৈঠক হচ্ছে না

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) বৈঠক এবার হচ্ছে না। তালেবান ইস্যুতে পূর্বনির্ধারিত এ বৈঠক বাতিল হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, “পাকিস্তান প্রস্তাব করে সার্কের বৈঠকে আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবানই প্রতিনিধিত্ব করুক। সার্কের অন্যতম সদস্য দেশ ভারতসহ কয়েকটি সদস্য এতে আপত্তি জানায়।”

আফগানিস্তানসহ দক্ষিণ এশিয়ার মোট আট দেশ নিয়ে সার্ক গঠিত। জাতিসংঘের সাধারণ অধিবেশনের পরপরই প্রতিবছর সার্কের বৈঠক অনুষ্ঠিত হয়। এবারের আয়োজক দেশ ছিল নেপাল।

ভারতের কিছু সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আফগানিস্তানের আসনটি খালি রেখে এবারের বৈঠক হোক বলে মত দিয়েছিল সার্কের বেশির ভাগ সদস্য দেশ। কিন্তু এ প্রস্তাবে রাজি হয়নি পাকিস্তান। ফলে শেষ পর্যন্ত বৈঠকটি বাতিল হয়ে যায়।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!