• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

টুইটারে রাহুলের টি-শার্ট ও মোদির স্যুট নিয়ে তুলকালাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২, ০৮:১২ পিএম
টুইটারে রাহুলের টি-শার্ট ও মোদির স্যুট নিয়ে তুলকালাম

ভারতের দুই প্রধান রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস। রাজনীতির ময়দানের পাশাপাশি প্রায় সময় সামাজিক মাধ্যমেও তাদের বিরোধ দেখা যায়।

সম্প্রতি এক টুইটে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিলাসী জীবনযাপন নিয়ে তির্যক মন্তব্য করে বিজেপির টুইটার পেইজ। জবাবে ছাড় দেয়নি কংগ্রেসও। মোদির সানগ্লাসের দাম নিয়েও প্রশ্ন তুলেছে তারা।

হিন্দুস্তান টাইমস জানায়, শুক্রবার বিজেপির টুইটার অ্যাকাউন্ট থেকে কংগ্রেসের ‘ভারত জোড়ো’ কর্মসূচির দুটি ছবি পোস্ট করা হয়। এতে রাহুল গান্ধী ৪১ হাজার রুপির টি-শার্ট পরে আছেন বলে দাবি করে বিজেপি। আর ছবির ক্যাপশনে লেখা ছিল ‘ভারত, দেখো’।

জবাবে কংগ্রেস টুইট করে জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১০ লাখ রুপির স্যুট আর দেড় লাখ রুপির সানগ্লাস নিয়েও বিজেপির কথা বলা উচিত। ভারত জোড়ো কর্মসূচিতে জনসমাগম দেখে বিজেপি ভয় পেয়েছে কিনা সেই প্রশ্নও ছুঁড়ে দেয় কংগ্রেস। পাশাপাশি বেকারত্ব ও মুদ্রাস্ফীতির মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনারও প্রস্তাব দেওয়া হয় কংগ্রেসের টুইটার পেইজের তরফ থেকে।

Link copied!