• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

টিকা নিয়ে ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২২, ০৩:০৫ পিএম
টিকা নিয়ে ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা

টিকা তৈরির মেধাস্বত্ব নিয়ে মার্কিন প্রতিষ্ঠান ফাইজার ও তার জার্মান অংশীদার বায়োএনটেকের বিরুদ্ধে মামলা করছে মডার্না। তাদের দাবি করোনা টিকা সম্পর্কিত তাদের একটি পেটেন্ট লঙ্ঘন করেছে প্রতিষ্ঠানটি।

মার্কিন জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্নার অভিযোগ, করোনা মহামারির আগেই ভাইরাসের এমআরএনএ অনুলিপি দিয়ে টিকা তৈরির প্রযুক্তি উদ্ভাবন করে তারা। ফাইজার তাদের এই প্রযুক্তি নকল করে টিকা তৈরি করেছে।

বিবৃতিতে, মডার্না বলেছে ফাইজার তার টিকা তৈরির প্রযুক্তির দুটি মূল উপাদান নকল করেছে। এসব প্রযুক্তির মধ্যে রয়েছে টিকার অবাঞ্ছিত পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ন্ত্রণে ২০১৫ সালে মানবদেহের পরিক্ষিত একটি ‘রাসায়নিক পরিবর্তন’ এবং টিকার মাধ্যমে ভাইরাসের দেহের বাইরের স্বতন্ত্র স্পাইক প্রোটিনকে বাধা দেওয়ার কৌশল।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র ও জার্মানিতে দায়ের করা মামলাতে ফাইজারের কাছে অনির্দিষ্ট অংকের আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে মডার্না। আর ফাইজার বলছে, মডার্নার এমন পদক্ষেপে তারা ‘বিস্মিত’। এই অভিযোগের বিরুদ্ধে আত্মরক্ষায় জোরালো পদক্ষেপ গ্রহণ করবে তারা।

 

 

 

Link copied!