আফগানিস্তানে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে যুদ্ধে গত তিন দিনে (সোমবার পর্যন্ত) অন্তত ২৭ জন শিশু নিহত হয়েছে। দেশটিতে শিশুদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের বরাতে বিবিসি জানায়, এ অঞ্চলে “শিশুরা গুরুতর সহিংসতার শিকার হচ্ছে’, যা সত্যিই উদ্বেগজনক। বিদেশি সেনা প্রত্যাহারের শুরুর পর থেকেই তালেবানের অগ্রাসন বেড়েছে। শুক্রবার পর্যন্ত ছয়টি আঞ্চলিক রাজধানী দখলে নিয়েছে বিদ্রোহীরা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত এক মাসের সংঘর্ষে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক গোষ্ঠী যুদ্ধবিরতির আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করেছে তালেবান।
কান্দাহার, পাকতিয়া, খোশতে তিন দিনে ২৭ শিশুর প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও অন্তত ১৩৬ শিশু। সোমবার এক বিবৃতিতে ইউনিসেফ জানায়, দেশটিতে শিশুদের ওপর অত্যাচার দিন দিন বেড়েই চলেছে।
শিশুদের ঝুঁকি নিয়ে আফগানিস্তানে ইউনিসেফের যোগাযোগবিষয়ক প্রধান সামান্থা মোর্ট বলেন, আফগানিস্তান শিশুদের জন্য পৃথিবীর সবচেয়ে ভয়ানক স্থানে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে উঠেছে।