• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

জ্বলন্ত আগ্নেয়গিরির ওপর দড়িতে হেঁটে বিশ্ব রেকর্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৪:৫৬ পিএম
জ্বলন্ত আগ্নেয়গিরির ওপর দড়িতে হেঁটে বিশ্ব রেকর্ড

ইনস্টাগ্রামে এক শ্বাসরুদ্ধকর ভিডিও পোস্ট করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। এতে জ্বলন্ত আগ্নেয়গিরির ওপর দড়িতে হেঁটে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন রাফায়েল জুগনো ব্রিডি ও আলেকজান্ডার শুল্জ নামের দুই রোমাঞ্চপ্রিয় ব্যক্তি।

ভিডিওতে দেখা যায় দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের তান্না দ্বীপের ইয়াসুর আগ্নেয়গিরির ওপরে একটি দড়ির ওপর খালি পায়ে হেঁটে যাচ্ছেন রাফায়েল ও আলেকজান্ডার। গিনেসের তথ্যমতে, ভানুয়াতুর ইয়াসুর পর্বতের আগ্নেয়গিরি থেকে ১৩৭ ফুট উঁচুতে হেঁটেছেন এই জুটি।

ভিডিওতে দেখা গেছে, তারা আগ্নেয়গিরিটি অগ্ন্যুৎপাতের হেলমেট ও গ্যাস মাস্ক পরে ৩০ সেকেন্ড ২৬১ মিটার দীর্ঘ দড়ি পার করেন । টুইটারেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এই ভিডিও।

অনেকে এই দুই অ্যাথলেটের সাহসিকতার জন্য তাদের ‘কিংবদন্তি’ বলে উৎসাহ দেন।

অনেকে অবশ্য বলছেন তাদের দুটি পুরস্কার দেওয়া উচিত। একটি আগ্নেয়গিরির পার করার জন্য এবং আরেকটি জীবিত ফিরে আসার জন্য।

Link copied!