• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

জার্মানিতে গাড়িচাপায় স্কুলশিক্ষিকা নিহত, আহত ১৪ শিক্ষার্থী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৯, ২০২২, ০৪:৪৮ পিএম
জার্মানিতে গাড়িচাপায় স্কুলশিক্ষিকা নিহত, আহত ১৪ শিক্ষার্থী

জার্মানির রাজধানী বার্লিনের একটি ব্যস্ত রাস্তায় ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় একজন শিক্ষক নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা ১৮ স্কুলছাত্র আহত হয়েছে।

এ ঘটনায় আরও একজন শিক্ষক গুরুতর আহত হয়েছেন। হেসে রাজ্য থেকে বার্লিনে একটি স্কুল ভ্রমণে এসেছিলেন তারা। 

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ২৯ বছর বয়সী গাড়িচালককে আটক করা হয়েছে। বার্লিনের স্বরাষ্ট্র মন্ত্রী আইরিস স্প্রেঞ্জার বলেছেন, গাড়িচালক ‘মানসিকভাবে অসুস্থ ছিলেন’ বলে প্রমাণ পাওয়া গেছে।

বিবিসি জানায়, বুধবার পশ্চিম বার্লিনের কেন্দ্রস্থলে স্থানীয় সময়য় বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে এই ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় প্রকাশ করা না হলেও তিনি একজন স্কুলশিক্ষকা ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের নিয়ে হেসে রাজ্যে এক শিক্ষাসফরে এসেছিলেন তিনি। বার্লিন পুলিশ জানায়, দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!