• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জঙ্গিগোষ্ঠী আইএসের অর্থ জোগানদাতা আটক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ১০:২৮ এএম
জঙ্গিগোষ্ঠী আইএসের অর্থ জোগানদাতা আটক

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট, আইএসের প্রধান অর্থ জোগানদাতা সামি জসিম আল-জাবুরিকে আটক করেছে ইরাক। ইরাকি প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমি জানান, সীমান্তের বাইরে বিশেষ নিরাপত্তা অভিযানে এই আইএস নেতাকে আটক করে সামরিক বাহিনী।

তবে এ অভিযান কোন এলাকায় পরিচালিত হয়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেননি কাদিমি। ইরাকের এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এএফপিকে জানান, তুরস্কের সীমান্তবর্তী এলাকা থেকে সামি জসিমকে আটক করা হয়েছে। যদিও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি তুরস্কের কর্তৃপক্ষ।

এর আগে সামি জসিমের তথ্য পেতে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। ‘হাজি হামিদ’ নামে পরিচিত সামি জসিম একসময় প্রয়াত আইএস নেতা আবু বকর আল-বাগদাদীর সহকারী ছিলেন। দুই বছর আগে সামরিক অভিযানে নিহত হন বাগদাদী।

প্রধানমন্ত্রী আল-কাদিমি বলেন, সামি জসিম আইএসের গুরুত্বপূর্ণ নেতা। জঙ্গিগোষ্ঠীটির অর্থ তহবিলের দায়িত্বে ছিলেন তিনি। ইরাক ও সিরিয়া ইসলামিক স্টেটের দখলে থাকাকালীন তেল, গ্যাস, পুরাতাত্ত্বিক নিদর্শন ও খনিজ সম্পদ বিক্রি করে আইএসকে অর্থ জোগান দিতেন।

Link copied!