• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

চীনের বিমান দুর্ঘটনা পরিকল্পিত, দাবি যুক্তরাষ্ট্রের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৮, ২০২২, ০৯:২৭ পিএম
চীনের বিমান দুর্ঘটনা পরিকল্পিত, দাবি যুক্তরাষ্ট্রের

২১ মার্চ মাসে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিং থেকে গুয়াংঝু যাওয়ার পথে বিধ্বস্ত হয় বোয়িং ৭৩৭-৮০০ ফ্লাইটটি। এতে চায়না ইস্টার্ন এয়ারলাইনসের বিমানটির ১৩২ জন আরোহী ও ক্রুর সবাই নিহত হয়।

তবে মার্কিন তদন্ত কর্মকর্তাদের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবেই মাটিতে ফেলে বিধ্বস্ত করা হয়েছিল বিমানটিকে।

ফ্লাইটের তথ্য থেকে এমন প্রমাণ পাওয়ার ইঙ্গিত দিচ্ছে তদন্তকারীরা। বিমানে কোন যান্ত্রিক বা কারিগরি ত্রুটি ছিল না বলেও দাবি তাদের।

দুর্ঘটনার দুই মাস পর এমন এ ধরনের চাঞ্চল্যকর খবর জানাল যুক্তরাষ্ট্র। বিবিসি জানায়, মার্কিন কর্মকর্তাদের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তাদের দাবি, বিমানটি ইচ্ছে করেই সোজা নিচে নামিয়ে আনা হয়েছে। ককপিটের কেউ ইচ্ছাকৃতভাবেই এমনটা করেছেন বা তাকে নির্দেশনা দেওয়া হয়েছিল বলে ধারণা করছেন তারা। ওয়াল স্ট্রিট জার্নাল এই তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, বিমানটিকে ইচ্ছাকৃতভাবেই বিধ্বস্ত করা হয়েছে এমন প্রমাণ পাওয়া গেছে দুর্ঘটনা স্থল থেকে উদ্ধার করা ফ্লাইট রেকর্ডার বা ব্ল্যাক বক্সে।

Link copied!