• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঘূর্ণিঝড় মেগির তাণ্ডবে ফিলিপাইনে নিহত ২৫


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২২, ১১:৫৭ এএম
ঘূর্ণিঝড় মেগির তাণ্ডবে ফিলিপাইনে নিহত ২৫

ফিলিপাইনের উপকূলে আঘাত হেনেছে গ্রীষ্মকালীন ঝড় মেগি। ঘূর্ণিঝড়ের প্রকোপে দেশটির বিভিন্ন অঞ্চলে ভূমিধস ও বন্যায় এ পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।

বিবিসি জানায়, স্থানীয়ভাবে ‘আগাটন’ নামে পরিচিত এই ঝড়টি রোববার ঘণ্টায় ৪০ মাইল বেগে ফিলিপাইনের পূর্ব উপকূলের দ্বীপপুঞ্জে আঘাত হানে।

উদ্ধারকর্মীরা এখন পূর্ব ও দক্ষিণ উপকূলে আটকে পড়া লোকদের উদ্ধারের জন্য চেষ্টা করছে।

ঝড়ের আগে উপকূলের ১৩ হাজারের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে পালিয়ে গেছে। এদিকে প্রবল বৃষ্টি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় স্থানীয়রা কঠিন বিপর্যয়ে পড়েছেন।

ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় বাড়িঘর ও ক্ষেত প্লাবিত হয়েছে। বেশ কয়েকটি গ্রামে ভূমিধসের খবর পাওয়া গেছে।

কর্তৃপক্ষ ও স্থানীয়দের অনলাইনে শেয়ার করা ছবিতে উদ্ধারকারীরা কর্দমাক্ত জলাভূমির মধ্য দিয়ে উদ্ধারকাজে যোগ দিতে দেখা গেছে। বন্যায় তলিয়ে যাওয়া বিচ্ছিন্ন এলাকায় ভেলা নিয়ে পৌঁছানোর চেষ্টা করছেন তারা।

সাধারণত ফিলিপাইন প্রতিবছর গড়ে ২০টির বেশি ঘূর্ণিঝড় হয়ে থাকে। সে ক্ষেত্রে মেগি এ বছরের প্রথম বড় ধরনের ঘূর্ণিঝড়।

Link copied!