• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

গেরিলা বিদ্রোহী থেকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২০, ২০২২, ১০:০৮ এএম
গেরিলা বিদ্রোহী থেকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো

কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বোগোটার সাবেক মেয়র ও এক সময়ের বিদ্রোহী গেরিলা যোদ্ধা গুস্তাভো পেট্রো। স্থানীয় সময় রোববার ডানপন্থী রোডলফো হার্নান্দেজকে পরাজিত করেন তিনি।

পরিসংখ্যানে দেখায়, শতকরা ৫০ দশমিক ৫ ভাগ ভোট পেয়েছেন পেট্রো। এর মাধ্যমে কলম্বিয়ার প্রথম বামপন্থী নেতা হিসেবে ক্ষমতাগ্রহণ করতে যাচ্ছেন তিনি।

বিবিসি জানায়, বুকারামাঙ্গার সাবেক মেয়র ও ধনাঢ্য ব্যবসায়ী রোডলফো হার্নান্দেজকে ৭ লাখের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন পেট্রো। নির্বাচন কর্তৃপক্ষের প্রকাশিত ফলাফল অনুসারে, হার্নান্দেজ ভোট পান ৪৭ দশমিক ২৭ শতাংশ।

বিনামূল্যে বিশ্ববিদ্যালয় শিক্ষা, পেনশন সংস্কার দাবিতে ও কৃষকদের আয়করের বৈষম্যের বিরুদ্ধে একসময় গেরিলা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ৬২ বছর বয়সী এই গুস্তাভো পেট্রো। এই জয়কে “ঈশ্বর ও মানুষের বিজয়” বলে অভিহিত করেছেন তিনি। এক টুইটে তিনি লিখেছেন, “আজ যে আনন্দ দেশবাসীর হৃদয়কে প্লাবিত করেছে তার মাধ্যমে সবার দুঃখ-কষ্ট দূর হোক। সবাই আজ রাজপথেই থাকব।”

গুস্তাভো পেট্রোর সঙ্গে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে জয়ী হন ফ্রান্সিয়া মার্কেজ। দেশের প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস-প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তিনি।

Link copied!