• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

গুজরাটে সহিংসতায় ৩৯ জন আটক, ১৪৪ ধারা জারি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২২, ০১:৩৪ পিএম
গুজরাটে সহিংসতায় ৩৯ জন আটক, ১৪৪ ধারা জারি

হিন্দু ধর্মীয় উৎসব রামনবমীকে ঘিরে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ভারতের গুজরাটে অন্তত ৩৯ জনকে আটক করা হয়েছে। ১৩ এপ্রিল পর্যন্ত হিম্মতনগর এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা।

হন্দুস্তান টাইমস জানায়, সোমবার গুজরাটের হিম্মতনগর ও খামভাতে নবমীর মিছিলে পাথর ছোড়াকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরে দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হলে ১৪৪ ধারা জারি হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হিম্মতনগরে প্রায় এক হাজার পুলিশ মোতায়েন রয়েছে। সিসিটিভি ফুটেজ ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জড়িতদের ধরার চেষ্টা করা হচ্ছে।

পুলিশ জানায়, সহিংসতায় জড়িত সন্দেহে ৬০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দোষীদের খুঁজে বের করতে তদন্ত চলছে। এছাড়া ভুয়া ভিডিও ও খবরের মাধ্যমে ঘৃণা ছড়ানোর চেষ্টকারীদের ওপর নজর রাখছে গুজরাট পুলিশ।

এর আগে আনন্দ জেলার খামভাতে একজন সাম্প্রদায়িক সহিংসতায় নিহত হন। সোমবার তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

Link copied!