রাশিয়ার আর্কটিক অঞ্চলে প্রতিরক্ষাবিষয়ক মহড়া পরিদর্শনে গিয়ে প্রাণ হারালেন দেশটির দুর্যোগ মন্ত্রী ইয়েভগেনি জিনিচেভ। বিবিসি জানায়, ৫৫ বছর বয়সী নরিলস্ক এলাকায় মহড়া চলাকালীন আপর এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে মারা যান। যদিও ঐ ক্যামেরাম্যানকেও জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
রুশ সংবাদমাধ্যম আরটির প্রধান মার্গারিটা সিমোনিয়ান জানান, মহড়ার সময় সাক্ষাৎকার পর্ব চলাকালীন একজন ক্যামেরাম্যান পাহাড়ের কিনারা থেকে নিচে পানিতে পড়ে যান। এসময় দুর্যোগ মন্ত্রী ইয়েভগেনি তাকে বাঁচাতে নিচে ঝাঁপ দিলে সাগরপাড়ের পাথুরে প্রাচীরের ওপর পড়ে আঘাতপ্রাপ্ত হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ক্যামেরাম্যান ও চলচ্চিত্র পরিচালক আলেকজান্ডার মেলনিক (৬৩) এর মরদেহও উদ্ধার করা হয়।
জিনিচেভ ২০১৮ সাল থেকে দুর্যোগ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তার পরিষদেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
কর্মজীবনের শুরুতে সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবি ও পরে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থায় কাজ করেন। তার এমন মৃত্যু রাশিয়ার জন্য অনেক বড় ক্ষতি বলে জানায় ক্রেমলিন।