কাবুল বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের কার্গো বিমানে চড়ার চেষ্টারত আফগান আশ্রয়প্রার্থীদের ভিড় আলোড়ন তুলেছে বিশ্বজুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে সোমবারের এই ঘটনা।
বিমানের মেঝে ভর্তি যাত্রীদের ছবি আর গা বেয়ে উপরে উঠতে চেষ্টারত অসহায় মানুষদের ভিডিও দেখে অনেকেই আফগানিস্তান সংকট নিয়ে উদ্বেগ জানান। এক ভিডিওতে বিমানে ঝুলে থাকা এক ব্যক্তিকে মধ্য আকাশ থেকে নিচে পড়তেও দেখা গেছে।
রয়টার্স, আল-জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, বিমানে ঝুলে আফগানিস্তান ছাড়ার চেষ্টার সময় নিচে পড়ে দুইজনের মৃত্যু হয়। বিমানবন্দরে আরও পাঁচজনের মরদেহ পাওয়া গেছে।
রোববার তালেবানের হাতে আফগান সরকারের পতনের পর অনেক দেশই তাদের নাগরিকদের ফিরিয়ে আনার চেষ্টা করছে। একইসঙ্গে তালেবান শাসন থেকে বাঁচতে আফগানিস্তান ছাড়তে চেষ্টা করছেন দেশটির অনেক সাধারণ জনগণ।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানায়, সোমবার (১৬ আগস্ট) ভাইরাল হওয়া ছবির সি-১৭ কার্গো বিমানে মূলত মার্কিন দূতাবাসকর্মীদের দেশে ফেরার কথা ছিল। তবে বিমানের পেছনের প্রবেশদ্বার বন্ধ করার আগেই নিষেধাজ্ঞা অমান্য করে অনেক আফগান নাগরিক দৌড়ে উঠে পড়েন। তাই ঝুঁকি সত্ত্বেও তাদের সবাইকে উদ্ধারের সিদ্ধান্ত নেন পাইলট।
১৫০ জনের ধারণক্ষমতা থাকলেও অতিরিক্ত যাত্রী নিয়েই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা করেছিল বিমানটি। ভাইরাল হওয়া ছবির বিমানটিতে ৬৪০ জন আফগান আশ্রয়প্রার্থী ছিলেন বলে জানা গেছে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানায়, তাদেরকে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও উইসকনসিনের বিমান ঘাঁটিতে রাখা হয়েছে। তবে তাদের শেষ ঠিকানা কোথায় হবে তা এখনো অনিশ্চিত।
রোববার (১৫ আগস্ট) রাজধানী কাবুল দখলের মাধ্যমে ২০ বছর পর আবারও আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান বিদ্রোহীরা। শান্তিপূর্ণভাবে সরকারকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।