তালেবানের শাসন থেকে পালাতে কাবুল বিমানবন্দরে প্রতিদিনই বাড়ছে আতঙ্কিত আফগান আশ্রয়প্রার্থীদের ভিড়। রোববার হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অন্তত ৭ জনের মৃত্যুর খবর জানা গেছে।
আল জাজিরা জানায়, বিমানবন্দরে অবস্থানরত ব্রিটিশ সেনারা এই ঘটনা নিশ্চিত করেছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, হতাহতরা আফগানিস্তান থেকে পালাতে বিমানবন্দরের ভিড় জমান। এসময় হুড়োহুড়িতে তাঁদের মৃত্যু হয়।
বিমানবন্দরের বাইরে তল্লাশির জন্যে কয়েকটি চৌকি বসিয়েছে তালেবান। প্রধান ফটকের বাইরে সবাইকে লাইনে দাঁড় করিয়ে রাখছে সেনারা। অতিরিক্ত ভিড় করতে কিংবা বৈধ কাগজপত্র ছাড়া কাউকেই বিমানবন্দরের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ছাড়াও ন্যাটো জোটের দেশগুলো তাদের নাগরিক ও আফগান কর্মীদের সরিয়ে নিতে চেষ্টা চালাচ্ছে। তবে তাদের সঙ্গে বিদেশে পাড়ি জমাতে ভিড় করছেন স্থানীয়রাও। দুপুরে অতিরিক্ত মানুষের হুড়োহুড়িতে প্রাণহানির ঘটনা ঘটে বলে জানায় বিবিসি।
রোববার তালেবানের হাতে গনি সরাকারের পতনের পর বিমানবন্দর এলাকায় অন্তত ১৯ জনের মৃত্যুর হয়েছে বলে জানিয়েছে ন্যাটো ও তালেবান। নিহতদের মধ্যে অনেকে গুলিবিদ্ধ ও পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।