আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর গেটে অজ্ঞাত বন্দুকধারীর হামলার অভিযোগ পাওয়া গেছে।
রয়টার্স জানায়, সোমবার (২৩ আগস্ট) ন্যাটোর নিরাপত্তা বাহিনী ও বিমানবন্দরের আফগান গার্ডদের লক্ষ্য করে হামলা চালায় বন্দুকধারীরা। বন্দুকযুদ্ধে একজন আফগান গার্ড নিহত ও তিনজন আহত হয়েছে।
জার্মান সামরিক বাহিনী টুইটারে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তবে নিহত ব্যক্তি বিমানবন্দরে পাহারার জন্য মোতায়েন করা তালেবান যোদ্ধাদের কেউ কি না তা নিশ্চিত করা হয়নি।
১৫ আগস্ট তালেবানরা আফগানিস্তানের রাজধানী দখল করার পর থেকেই দেশ ছেড়ে পালাতে বিমানবন্দরে ভিড় করছে আতঙ্কিত জনগণ। ভিড় নিয়ন্ত্রণে বৈধ কাগজপত্রবিহীন আফগানদের বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে দিচ্ছে না তালেবান নিরাপত্তারক্ষীরা। বিশৃঙ্খলার সৃষ্টির জন্য একে অপরকে দোষারোপ করছে মার্কিন ও তালেবান বাহিনী।
তালেবানের হাতে গনি সরাকারের পতনের পর বিমানবন্দর এলাকায় অন্তত ২০ জনের মৃত্যুর হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে অনেকে গুলিবিদ্ধ ও পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।