• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

করোনায় বছরের প্রথম মৃত্যু দেখল অস্ট্রেলিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১২:৪৯ পিএম
করোনায় বছরের প্রথম মৃত্যু দেখল অস্ট্রেলিয়া

ডেলটা ধরনের প্রকোপে অস্ট্রেলিয়াতে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। প্রধান শহর সিডনিতে লকডাউনেও কমেনি করোনার প্রকোপ।

বিবিসি জানায়, রবিবার নিউ সাউথ ওয়েলস রাজ্যে শনিবার নতুন করে ৭৭ জন করোনা আক্রান্ত হয়েছে। এই মুহূর্তে হাসপাতালে রয়েছে ৫২ জন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছে ১৫ জন।

এরই মধ্যে রাজধানী সিডনিতে করোনা আক্রান্ত হয়ে ৯০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এবছর দেশটিতে করোনায় প্রথম মৃত্যু এটি। আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত বছর সংক্রমণ হার প্রায় শূন্যের কোটায় নিয়ে আসার পরেও করোনার ডেলটা ধরনের প্রকোপে আবারও বিপর্যয়ে পড়েছে দেশটিতে। এর আগে সিডনিতে কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়ে বৃহস্পতিবার।

Link copied!