• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

এক কেজি লেবু ২০০ টাকার বেশি!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২২, ০৫:৪০ পিএম
এক কেজি লেবু ২০০ টাকার বেশি!
ছবি : সংগৃহীত

লেবুর প্রয়োজনীয়তা কখনো কমে না। বরং গরম এলে এই ফলের চাহিদা আরও বেড়ে যায়। কিন্তু সেই লেবুর কেজি যদি হয় ২০০ টাকার বেশি, তাহলে নিশ্চয় অবাক হবেন।

হ্যাঁ, এমনটাই ঘটেছে ভারতে। দেশটির গুজরাটে প্রতি কেজি লেবু বিক্রি হচ্ছে ২০০ রুপিতে। বাংলাদেশি মূল্যে ২২৭ টাকা।

এনডিটিভি বলছে, গরমে মানুষ তাদের খাদ্যতালিকায় লেবু অন্তর্ভুক্ত করতে পছন্দ করে। কারণ এটি ভিটামিন সি-র একটি সমৃদ্ধ উৎস। আর এটি পানিশূন্যতা রোধ করে। এর বেশি ব্যবহার ও সরবরাহের ঘাটতি লেবুর দাম আকাশচুম্বী করেছে।

এক ক্রেতা জানান, লেবুর কেজি ছিল ৫০ থেকে ৬০ রুপি। সেই লেবু এখন প্রতি কেজি ২০০ রুপিতে বিক্রি হচ্ছে। সবকিছু বাজেটের মধ্যে মানিয়ে নিতে হবে। কিন্তু দামের এই বৃদ্ধি  রান্নাঘরের বাজেটে প্রভাব ফেলছে। কবে দাম কমবে তা জানা নেই তাদের।

ক্রেতারা কম পরিমাণে লেবু কিনতে বাধ্য হওয়ায় এর প্রভাব ব্যবসায়ীদের ওপরও পড়েছে। তাই দাম বৃদ্ধির প্রভাব পড়েছে ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের ওপর।

Link copied!