প্রতিদিনই ভয়াবহ আকার ধারণ করছে ইউরোপ অ্যামেরিকার দাবানল। আগুনে পুড়লে বিস্তীর্ণ বনাঞ্চল, ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজারো ঘরবাড়ি। ক্ষয়ক্ষতি কমাতে প্রাণপণে চেষ্টা চালাচ্ছে অগ্নিনির্বাপক কর্মীরা।
বিবিসি জানায় দাবানলের থেকে রক্ষায় গ্রিসের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে মোতায়েন হয়েছে এক হাজারেরও বেশি দমকলকর্মী।
৩০ বছরেরও মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবদাহ চলছে দেশটিতে। গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস একে “দুঃস্বপ্নের গ্রীষ্মকাল” বলে উল্লেখ করেছেন। এদিকে সংবাদমাধ্যম গার্ডিয়ানে দেওয়া সাক্ষাৎকারে স্থানীয়রা একে ‘পৃথিবী ধ্বংসের মুহূর্তের’ সঙ্গে তুলনা করছেন। এ পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ইউরোপীয় ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেম জানায়, গত ১০ দিনে গ্রিসের ১ লাখ ৪০ হাজার একর জমি পুড়ে গেছে দাবানলে। রাজধানী এথেন্সসহ ক্রেট ও আরও কয়েকটি প্রদেশে দাবানল আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
কেবল গ্রিসই নয় তীব্র দাবদাহ আর খরার ফলে বিশ্বের বিভিন্ন দেশেই দাবদাহ চলছে। যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ে গেছে গ্রিনভিল এলাকা। অন্যদিকে উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চল, সাইবেরিয়া, ইউরোপের দক্ষিণাঞ্চল ছাড়াও কানাডার দুটি গ্রাম দাবানলে পুড়ে গেছে। এতে মৃত্যু হয়েছে দুজনের।
২০০৩ সালের পর এটিই বিশ্বের সবচেয়ে ভয়াবহ দাবানল বলে জানিয়েছেন পরিবেশবিজ্ঞানীরা। দাবানলের আগুনে বনাঞ্চল ও তৃণভূমি পুড়ে ৩৪৩ মেগাটন কার্বন নিঃসরণ হয়েছে, যা পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন তারা।