• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইয়েমেনে সৌদি জোটের হামলায় ১৩০ বিদ্রোহী নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১, ০৫:২৪ পিএম
ইয়েমেনে সৌদি জোটের হামলায় ১৩০ বিদ্রোহী নিহত

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ১৩০ হুতি বিদ্রোহী নিহত হয়েছে। এএফপি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘন্টায় মারিবের উত্তরে সরকারি বাহিনীর ঘাঁটি ও এর কাছাকাছি এলাকায় এসব হামলা চালানো হয়।

উত্তরাঞ্চলে সরকারের শেষ ঘাঁটি মারিবে বিদ্রোহীদের আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে অক্টোবর থেকেই হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। প্রতিদিনই এসব হামলায় বিদ্রোহীদের নিহতের খবর জানায় সরকারি বাহিনী। যদিও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা এ বিষয়ে কোন মন্তব্য করেনি।

সৌদি জোটের দাবি, গত সপ্তাহে নিহতের সংখ্যা ৩ হাজার ৭০০ ছাড়িয়েছে। এছাড়াও সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এক বিবৃতিতে জানায়, সর্বশেষ অভিযানে “ষোলটি সামরিক যান ধ্বংস করা হয়েছে এবং ১৩০ টিরও আস্তানা ধ্বংস করা হয়েছে। মারিব ও আল-বায়দা প্রদেশে এসব অভিযান চালানো হয়।”

ফেব্রুয়ারিতে মারিব শহর দখলের জন্য অভিযান শুরু করে হুতি বিদ্রোহীরা। সেপ্টেম্বরে নতুন করে আক্রমণ জোরদার করে তারা। এছাড়াও সাম্প্রতিক সময়ে হুথি বাহিনী দক্ষিণে অগ্রসর হওয়ার পর ইয়েমেনের লোহিত সাগর উপকূলে আরেকটি বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণের খবরও পাওয়া গেছে।

Link copied!