• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইয়েমেনে মসজিদে হামলায় নিহত ১০, আহত ২৫


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ০৫:৪৮ পিএম
ইয়েমেনে মসজিদে হামলায় নিহত ১০, আহত ২৫

ইয়েমেনের মারিব প্রদেশে একটি মসজিদ ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়াও নারী ও শিশুসহ আহত হয়েছে আরও ২৫ জন।

স্থানীয় সময় রবিবার (১১ অক্টোবর) গভীর রাতে আল-আউমদ আবাসিক এলাকাযর দার আল-হাদিস নামের মসজিদ ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানেহুতিদের ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এসময় প্রাণহানির পাশাপাশি আশেপাশের বাড়িঘরগুলোও ক্ষতিগ্রস্থ হয়।

আল-জাজিরা জানায়, সরকার ক্ষেপণাস্ত্র হামলার জন্য হুতিদের দায়ী করলেও বিদ্রোহীরা এখনো এ হামলার দায় স্বীকার করেনি।

ইয়েমেনের উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকা ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে মারিব প্রদেশ। তাই এ অঞ্চলের নিয়ন্ত্রণ পেতে দুপক্ষের লড়াই চলছে।

২০১৪ সালে রাজধানী সানা দখল সরকারকে ক্ষমতাচ্যুত করে হুতি বিদ্রোহীরা। ২০১৫ সালে মনসুর হাদিকে ক্ষমতায় আনতে সৌদি সামরিক সহায়তা দেয় সৌদি জোট। এরপর থেকেই সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের লড়াই চলছে।

Link copied!