• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইয়েমেনে গোয়েন্দা ড্রোন ভূপাতিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ১০:০১ এএম
ইয়েমেনে গোয়েন্দা ড্রোন ভূপাতিত

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আমরান প্রদেশে সৌদি জোটের সিএইচ-ফোর কম্ব্যাট নামের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে দেশটির হুতিরা।

পার্সটুডে খবরে জানায়, আমরান প্রদেশের আল-আমশিয়া এলাকার আকাশে শত্রুতামূলক তৎপরতা চালানোর সময় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে চীনের তৈরি সিএইচ-ফোর কম্ব্যাট ড্রোনটি ভূপাতিত করা হয়। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি টুইট বার্তায় এ তথ্য জানায়।

সামরিক বাহিনীর মুখপাত্র জানান, ড্রোনটি সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। ৩০ থেকে ৪০ ঘণ্টা আকাশে উড়তে পারে। ২৫০ থেকে ৩৪৫ কিলোগ্রাম ওজনের বোমা এবং ৬টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। পাঁচ হাজার মিটার উচ্চতা থেকে এই ড্রোন ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে।

এদিকে ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি সরকারের উপদেষ্টা পরিষদের প্রধান আহমাদ আবিদ বিন দাগার এবং তার সহকারী আব্দুল আজিজ যাবারি এক যৌথ বিবৃতি দেন। বিবৃতিতে তারা স্বীকার করেন, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসন ছিল অযথা। বরং এ কৌশল অচলাবস্থার সম্মুখীন হয়েছে। ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ বাহিনী ও সেনাবাহিনীর মোকাবিলায় সৌদি জোট চরমভাবে পরাজিত হয়েছে।

Link copied!