• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইয়েমেন-ইরানের ১৬৩ বিদ্রোহীকে মুক্তি দিচ্ছে সৌদি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২২, ০৯:৪৩ পিএম
ইয়েমেন-ইরানের ১৬৩ বিদ্রোহীকে মুক্তি দিচ্ছে সৌদি

ইয়েমেন ও ইরানের সংযুক্ত হুতি বিদ্রোহীদের ১৬৩ কারাবন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। ইয়েমেনে যুদ্ধ করা সৌদি নেতৃত্বাধীন জোট বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্র নিয়ন্ত্রণাধীন বার্তা সংস্থা এসপিএ-এর বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, মানবিক উদ্যোগের অংশ হিসেবে তাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোট বলছে, শর্ত সাপেক্ষে আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে বন্দীদের মুক্তি দেওয়া হবে। ইতোমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে।

সৌদি জোটের মুখপাত্র জেনারেল তুর্কি আল-মালকি বলেন, “জাতিসংঘের প্রচেষ্টাকে সমর্থন করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতিসংঘের আহ্বানে দুই মাসের যুদ্ধবিরতি চলছে। যা ২ এপ্রিল থেকে শুরু হয়েছে।”

২০১৫ সালে প্রথম ইয়েমেনে হস্তক্ষেপ করে হুতি বিদ্রোহীরা। তখন দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করে তারা। এরপর দেশজুড়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। ইয়মেনের অর্থনীতিকে ধ্বংস করে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে হুতি বিদ্রোহীরা।

Link copied!