• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

ইরান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত ১


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২২, ০২:৩১ পিএম
ইরান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত ১

ইরান ও আফগানিস্তানের সীমান্তে দুই পক্ষের বন্দুকযুদ্ধে এক তালেবান সেনা নিহত হয়েছে। স্থানীয় আফগান কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।

নিমরোজ প্রদেশের কমান্ডার মাওলাভি মোহাম্মদ ইব্রাহিম হেওয়াদ আফগানিস্তানের টোলোনিউজকে জানিয়েছেন, রবিবারের সংঘর্ষে এক তালেবান সৈন্য মারা গেছে ও একজন আহত হয়েছে। ইরানি সেনারা এই লড়াই শুরু করেছিল বলেও দাবি করেছেন তিনি।

ইরানের সরকারি বাহিনী আইআরএনএ অবশ্য দাবি করেছে লড়াইটি তালেবানরাই বাহিনী শুরু করেছিল। তবে হতাহতের বিষয়ে কোন মন্তব্য করেনি তারা।

ইরানের আধা-সরকারি গণমাধ্যম তাসনিম নিউজকে আইআরএনএ জানায়, তালেবান বাহিনী সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে অবস্থিত হিরমান্দ এলাকা দিয়ে ইরানে অনুপ্রবেশ করে। সেখানে তারা আফগানিস্তানের পতাকা উত্তোলনের চেষ্টা করলে যুদ্ধ শুরু হয়।

এর আগেও তালেবান বাহিনী ভুল করে ইরানের সীমান্তরেখা অতিক্রম করেছে বলেও উল্লেখ করেছে তাসনিম নিউজ। গত কয়েক মাস ধরে ইরানের সীমান্ত কর্মকর্তারা তাদের বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন। তালেবান ক্ষমতায় আসার পর থেকে দেশটির সীমান্তে বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!