• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইয়েমেনের কারাগারে সৌদি জোটের হামলায় নিহত ৭০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২, ০২:২৯ পিএম
ইয়েমেনের কারাগারে সৌদি জোটের হামলায় নিহত ৭০

ইয়েমেনের একটি কারাগারে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক।

স্থানীয় সময় শুক্রবার হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সাদা এলাকায় এই হামলা চালানো হয়। মর্মান্তিক এ হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

এ ঘটনার তদন্তের দাবি জানিয়ে সব পক্ষের প্রতি উত্তেজনা অবসানের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পাশাপাশি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও সংকট নিরসনের জন্য আহ্বান জানান।

বিবিসি জানায়, বিমান হামলার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার করছেন। ফলে হামলায় ঠিক কতজন নিহত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় একটি হাসপাতাল থেকেই ২০০ জন নিহতের খবর পাওয়া গেছে।

ইয়েমেনের পুরোপুরি দখল ফিরে পেতে ২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীর সঙ্গে যুদ্ধ করছে সরকারি বাহিনী। তাদের সমর্থনে রয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

গত ৬ বছরের যুদ্ধে কয়েক লাখ মানুষ হতাহত হয়েছে। যাদের মধ্যে ১০ হাজারের বেশি শিশু রয়েছে। এছাড়া এ যুদ্ধে গৃহহীন হয়েছে কয়েক কোটি মানুষ। এখনো বেশির ভাগ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

Link copied!