• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

ইমরান খানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২২, ০৩:১০ পিএম
ইমরান খানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

পাকিস্তানের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দেশের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।

বুধবার (১৩ এপ্রিল) সূত্রের বরাতে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন এক্সপ্রেস।

দ্য ট্রিবিউন এক্সপ্রেসের খবরে বলা হয়, ইমরান খান ক্ষমতায় থাকাকালে তার এক কর্মকর্তা সরকারি কোষাগারের একটি দামি নেকলেস বিক্রি করে দেন। যা পাকিস্তান সরকারের উপহার পাওয়া একটি নেকলেস। 

সূত্র জানায়, দামি নেকলেসটি ইমরান খানের বিশেষ সহকারী জুলফিকার বুখারির মাধ্যমে এক জুয়েলার্সের কাছে বিক্রি করা হয়। 

বিশেষজ্ঞরা জানান, নেকলেসটি ১৮ কোটি রুপিতে বিক্রি করা। তারপর মাত্র কয়েক লক্ষ টাকা জাতীয় কোষাগারে জমা দেওয়া হয়। যা সম্পূর্ণ বেআইনি।

সম্প্রতি ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব আনে দেশের বিরোধী দলগুলো। নানা নাটকীয়তার পর সংসদে আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছেন এই সাবেক প্রধানমন্ত্রী।

পরে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ। 

আস্থা ভোটে হেরে ১১ এপ্রিল সংসদে প্রধানমন্ত্রী নির্বাচন বর্জন করে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন শাহবাজ।

Link copied!