• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

ইউক্রেন সীমান্তের কাছে রুশ তেল শোধনাগারে অগ্নিকাণ্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২২, ০৪:১৭ পিএম
ইউক্রেন সীমান্তের কাছে রুশ তেল শোধনাগারে অগ্নিকাণ্ড

রাশিয়ার একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুন লাগার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

ব্রায়ানস্ক শহরে অবস্থিত ট্রান্সনেফট তেল কোম্পানির শোধনাগারে সোমবার (২৫ এপ্রিল) এ অগ্নিকাণ্ড ঘটে বলে রাশিয়ার জরুরি অবস্থাবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

ইউক্রেন যুদ্ধের কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

যদিও গত সপ্তাহে এই অঞ্চলে ইউক্রেন হামলা চালিয়েছিল বলে জানায় রুশ কর্তৃপক্ষ। আবাসিক এলাকায় ইউক্রেনের এই হামলায় অন্তত সাতজন রুশ নাগরিক আহত হয়েছিলেন।

তেল শোধনাগারটি ইউক্রেনের উত্তর পূর্বাচঞ্চলীয় সীমান্ত থেকে মাত্র ৯৬ মাইল দূরে অবস্থিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোধনাগারটিতে অগ্নিকাণ্ডের কিছু ভিডিও প্রকাশ পেয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দুইটি বিস্ফোরণ ঘটেছে। 

রুশ তদন্তকারী সংস্থার প্রধান আলেক্সান্ডার বাস্ট্রিকিন এ ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছেন। তবে ইউক্রেনের পক্ষ থেকে এ ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি।

Link copied!