• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনীয়দের জন্য নোবেল বিক্রি করছেন রুশ সাংবাদিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০৬:৫০ পিএম
ইউক্রেনীয়দের জন্য নোবেল বিক্রি করছেন রুশ সাংবাদিক

ইউক্রেনীয়দের সহয়তা করার জন্য শান্তিতে পাওয়া নোবেল পুরষ্কার বিক্রি করার ঘোষণা দিয়েছেন রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ। ইউক্রেনের শরনার্থীদের জন্য তহবিল যোগাড় করতে এই পুরষ্কার নিলামে তুলবেন তিনি।

ফিলিপাইনের অনলাইন সংবাদমাধ্যম র‍্যাপলারের সহ-প্রতিষ্ঠাতা মারিয়া রেসার সঙ্গে গত বছর যৌথভাবে শান্তিতে নোবেল পুরষ্কার পান দিমিত্রি মুরাতভ। রুশ গণমাধ্যম নোভায়া গেজেটার প্রধান সম্পাদক তিনি।

মঙ্গলবার (২২ মার্চ) এই পত্রিকাতেই প্রকাশিত নিবন্ধে নোবেল পুরষ্কার বিক্রির ইচ্ছের কথা জানান তিনি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

মুরাতভ লিখেছেন, “২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কারের পদক ইউক্রেনের শরণার্থী তহবিলে দান করা হবে। আমি ও নোভায়া গেজেটা এই সিদ্ধান্ত নিয়েছি। ইউক্রেনের শরণার্থীদের সংখ্যা ইতিমধ্যে ১ কোটি ছাড়িয়ে গেছে। আমি নিলামকারী প্রতিষ্ঠানগুলোকে এই পদককে বিক্রির জন্য আহ্বান জানাচ্ছি।”

এ মাসের শুরুতে ইউক্রেনের রুশ আগ্রাসন নিয়ে নিজেদের ওয়েবসাইট থেকে সব তথ্য সরিয়ে ফেলে নোভায়া গেজেটা।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। একে প্রতিবেশীর ভূখণ্ডে বিশেষ সামরিক অভিযান হিসেবে উল্লেখ করে আসছে তারা। দুই পক্ষ ধাপে ধাপে বৈঠক করেও এখনো কোন সমাধানে আসতে পারেনি।

Link copied!