ইয়েমেনে ফের মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা। গোষ্ঠীটিকে দমাতে বিশেষ অভিযান শুরু করেছে ইয়েমেনী সরকার। দেশের আবিয়ান প্রদেশে আল-কায়েদার বিরুদ্ধে অভিযানে নেমেছে ইয়েমেনের বিশেষ বাহিনী।
আরব নিউজ বলছে, আরব উপদ্বীপে সরকারি বাহিনীর বিরুদ্ধে হামলা করতে পারে আল-কায়েদার ইয়েমেনী শাখা। এই শঙ্কায় আবিয়ানের পাহাড় ও উপত্যকায় এলিট সন্ত্রাসবাদ বিরোধী সেনা মোতায়েন করা হয়েছে।
আবিয়ানের সন্ত্রাসবিরোধী সেনাদের কমান্ডার আবদুল রহমান আল-শোনিনি বলেন, দেশের দক্ষিণে সরকারি সেনাদের বিরুদ্ধে আক্রমণ চালানোর জন্য আল-কায়েদা দূরবর্তী উপত্যকা ও পাহাড়ে জড়ো হচ্ছে। এমন তথ্য পাওয়ার পর অভিযান শুরু করা হয়। আবিয়ানে সন্ত্রাসী বাহিনীটির পুনরুত্থানের প্রচেষ্টাকে ব্যর্থ করা হবে।
সন্ত্রাসবিরোধী বাহিনী এখনো আল-কায়েদার ইয়েমেনী শাখার কোনো প্রতিরোধের সম্মুখীন হয়নি। কারণ সন্ত্রাসীরা আবিয়ান ও আল-বায়দা প্রদেশের মধ্যবর্তী পাহাড়ে তাদের গোপন আস্তানায় পালিয়ে গেছে বলে জানা গেছে।
গত মাসে স্থানীয় মিডিয়া ও বাসিন্দারা জানায়, আল-কায়েদার ইয়েমেনী শাখার সন্ত্রাসীরা আবিয়ানের কিছু অঞ্চল ও উপত্যকার দিকে অগ্রসর হচ্ছে। সরকারি সৈন্যদের ওপর অতর্কিত হামলা ও বাসিন্দাদের অপহরণ করা হচ্ছে।
স্থানীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদে অভিযোগ, গত মাসে আবিয়ান ও শাবওয়া প্রদেশে অন্তত ১০ জন ইয়েমেনী সৈন্যকে হত্যা করেছে আল-কায়েদা।
২০১৫ সালে শুরু হওয়া ইয়েমেনের যুদ্ধ থেকে উদ্ভূত অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে হাদরামাউট, আবিয়ান ও লাহজসহ দক্ষিণাঞ্চলের বিশাল অংশ দখল করেছে আল-কায়েদার ইয়েমেনী শাখা। আরব জোটের সামরিক সমর্থনে ইয়েমেনী সৈন্যরা ধীরে ধীরে মূল শহরগুলো থেকে সন্ত্রাসীদের সরিয়ে দিতে সক্ষম হয়েছে। শত শত সন্ত্রাসীকে হত্যা ও বন্দী করা হয়েছে।