• ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০, ১১ রমজান ১৪৪৬

আবের পেছনে দাঁড়িয়ে ছিল হামলাকারী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৮, ২০২২, ০৮:৩০ পিএম
আবের পেছনে দাঁড়িয়ে ছিল হামলাকারী

গুপ্তহত্যার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। যেটি দেশটির ইতিহাসের জন্য এক বিরল ঘটনা। আর আবেকে গুলি করার আগে তার পেছনেই দাঁড়িয়ে ছিল হামলাকারী।

আগামী রোববার অনুষ্ঠেয় জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অফ কাউন্সিলরসের নির্বাচন সামনে রেখে দেশটিতে চলছে প্রচার। সে প্রচারের অংশ হিসেবে স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ইয়ামাতো সাইদাইজি স্টেশনের সামনে বক্তব্য দিচ্ছিলেন আবে। সে সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

হামলাকারীকে আটক করছে নিরাপত্তা বাহিনী।

পুলিশ জানায়, পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন তেতসুয়া ইয়ামাগামি নামে ৪১ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সেখান থেকে একটি বন্দুক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। হামলার আগে ঠিক আবের পেছনে দাঁড়িয়েছিল সে।

হামলাকারী পুলিশকে জানিয়েছে, শিনজো আবের প্রতি অসন্তুষ্ট ছিল সে। আবেকে হত্যা করতে চেয়েছিল হামলাকারী। সে উদ্দেশ্য থেকেই সে গুলি চালায়।

আটক করে হামলাকারীকে নিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী।

ঘটনাস্থলের কিছু ভিডিওতে দেখা যায়, আবেকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়া হয়। এরপরই নিরাপত্তা কর্মকর্তাদের ধূসর টি-শার্ট পরা এক সন্দেহভাজনকে চেপে ধরতে দেখা যায়।

সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে এনএইচকে জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের সাবেক কর্মকর্তা। তিনি ২০০৫ সাল পর্যন্ত তিন বছর ওই পদে ছিলেন।

Link copied!