রাজধানী কাবুলের পর প্রেসিডেন্ট আশরাফ গনির ভবনেও প্রবেশ করেছে তালেবান সেনারা। আল-জাজিরার এক্সক্লুসিভ ভিডিও ফুটেজে এমনটাই দেখা গেছে। যদিও এখনো পর্যন্ত ক্ষমতা দখল কিংবা এ সংক্রান্ত কোন আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বিদ্রোহীরা।
ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন সশস্ত্র তালেবান সেনা প্রেসিডেন্টের বাসভবনের ভেতর ঘোরাফেরা করছেন। এক পর্যায়ে তারা প্রেসিডেন্টের গদিতে বসেও কথাবার্তা বলতে থাকেন। এসময় তাদের কোন প্রকার বাধারই সম্মুখীন হতে দেখা যায়নি।
আল-জাজিরা জানায়, প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ত্যাগের পরই তাঁর ভবনের দখল নেয় তালেবান। কয়েক ঘণ্টার মধ্যেই তারা ভেতরে প্রবেশ করে।
সোমবার (১৬ আগস্ট) কাতারের রাজধানী দোহায় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তালেবান নেতাদের বৈঠকের কথা রয়েছে। আলোচনা থেকে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত আসতে পারে বলেই ধারণা করা হচ্ছে।
রোববার সকালেই রাজধানী কাবুলকে চারদিক থেকে ঘিরে ফেলে বিদ্রোহীরা। এরপরই আশরাফ গনি সরকারকে ক্ষমতার হস্তান্তরের প্রস্তাব দেওয়া হয়।
কাবুলের পূর্বের জালালাবাদ শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পরই রাজধানীর সঙ্গে অন্যান্য প্রদেশ ও প্রতিবেশী দেশ পাকিস্তানের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্রোহীরা। এরপর সব দিক থেকেই কাবুলকে ঘিরে ফেলে তালেবান।
শান্তিপূর্ণভাবে সরকারকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। কাতারের দোহা থেকে তালেবান নেতারা জানান, বিদ্রোহীদের সহিংসতা থেকে বিরত থাকতে এবং কাবুল ত্যাগ করতে ইচ্ছুক বেসামরিক ও নারীদের নিরাপদে রাজধানী ছাড়তে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।