আগুনে পুড়ে অর্ধশতাধিক করোনা রোগীর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১২:৩৯ পিএম
আগুনে পুড়ে অর্ধশতাধিক করোনা রোগীর মৃত্যু

ইরাকের নাসিরিয়া শহরে আল-হুসেইন হাসপাতালের করোনা ওয়ার্ডে অগ্নিকান্ডে অন্তত ৬০ জন রোগীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৭০ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বিবিসি জানায় স্থানীয় সময় সোমবার রাতে দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের হাসপাতালে আগুন লাগে। অগ্নিকান্ডের কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের ফলেই আগুন দ্রুত ছড়িয়েছে।

রাতে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও করোনা ওয়ার্ডের ভেতরে এখনো অনেকে আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিলি জানান, প্রায় ৭০ জন রোগীর ধারণক্ষমতাসম্পন্ন ওয়ার্ড ও হাসপাতালে এখনো তল্লাশি চালাচ্ছেন।

এ ঘটনায় ইরাকে বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছেন তারা। সামাজিক মাধ্যমেও প্রতিবাদের ঝড় তুলেছে ইরাকিরা।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!