• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অনশনে মুকতাদা আল-সদর, বিক্ষোভে উত্তাল ইরাক, নিহত ৩০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২, ০১:২৪ পিএম
অনশনে মুকতাদা আল-সদর, বিক্ষোভে উত্তাল ইরাক, নিহত ৩০

সরকার গঠনের স্থবিরতা নিয়ে মাসব্যাপী রাজনৈতিক উত্তেজনার পর সহিংসতা ছড়িয়ে পড়েছে ইরাকজুড়ে।

প্রধানমন্ত্রী পদে নির্বাচনে আইনি বাধার কারণে ইরাকি নেতা মোক্তাদা আল-সদর রাজনীতি ছাড়ায় ঘোষণা দেওয়ায় ফুঁসে উঠেছেন সমর্থকেরা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা।

সোমবার বাগদাদের গ্রিন জোনে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন। আহত হয়েছেন শতাধিক মানুষ। এদিকে সমর্থকদের প্রাণহানির পর বিচারের দাবিতে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন সদর।

গ্রিন জোনে পার্লামেন্ট ভবনের চারপাশে এক সপ্তাহ ধরেই অবস্থান করছিলেন সদরের সমর্থকরা। তারা প্রধানমন্ত্রীর প্রাসাদের ভেতরে প্রবেশ করেও ভাঙচুর করেছেন। অন্যদিকে ঘটনার পর দেশব্যাপী কারফিউ জারি করেছে সরকার।

ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সমর্থকদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী বলপ্রয়োগ বন্ধ না করা পর্যন্ত অনশনে থাকবেন মুকতাদা আল-সদর। এর আগে দেশের শান্তির জন্য রাজনীতি ছেড়ে দেওয়ার কথা জানান তিনি।

তার রাজনৈতিক কার্যালয়গুলো বন্ধ করার পরই সমর্থকরা আন্দোলন শুরু করে। এর পর সহিংস বিক্ষোভ ছড়িয়ে পরে রাজধানীসহ সারা দেশে।

Link copied!