ভারতের নয়াদিল্লিতে সংসদ ভবনের কাছে নিজের গায়ে আগুন দিয়েছেন এক যুবক। তাকে দ্রত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পেট্রল উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) এ ঘটনা ঘটেছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।
ইন্ডিয়া টুডের তথ্যমতে, গায়ে আগুন দেওয়া ওই যুবকের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি দিল্লি পুলিশ। এ ছাড়া কী কারণে তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন তাও জানা যায়নি।
দিল্লির এক পুলিশ কর্মকর্তারা জানান, পুলিশ ও ফরেনসিক দল ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাস্থল থেকে পেট্রল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলমান রয়েছে।