ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলায় পোষা কুকুর নিয়ে বিবাদের জেরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (২০ আগস্ট) উজ্জয়ন জেলার বদনগরের এক বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বদনগর এলাকার বাসিন্দা দিলীপ পাওয়ার (৪৫) রোববার রাত ১টার দিকে নিজের পোষা কুকুরকে মারছিলেন। তা দেখে বাধা দেন তার স্ত্রী গঙ্গা (৪০), ছেলে যোগেন্দ্র (১৪) ও মেয়ে নেহা (১৭)। তখন রেগে গিয়ে দিলীপ পাওয়ার তলোয়ার দিয়ে আঘাত করে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন। তার বাকি দুই সন্তান প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে পালিয়ে যান। পরে হাতে থাকা সেই ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যা করেন দিলীপ পাওয়ার।
পুলিশ খবর পেয়ে ভোর ৫টার দিকে ঘটনাস্থলে যায়। পরে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা যায় দিলীপ পাওয়ার অতিরিক্ত মদ পান করতেন। যদিও ঘটনার সময় তিনি মদ্যপ ছিলেন কি না, তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।
পুলিশ আরও জানায়, অভিযুক্ত ব্যক্তি কয়েক মাস ধরে বেকার। তার একটি ট্রাক ছিল। কিছুদিন আগে তিনি তা বিক্রি করে দেন।