এক যুবকের কোলে বসে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এক রুশ তরুণী। ওই অবস্থায় একটি স্কুটারকে ধাক্কা দেয় গাড়িটি। এতে স্কুটারের আরোহী তিন যুবক গুরুতর আহত হন। শুধু ধাক্কা মেরেই ক্ষান্ত হননি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে রাস্তায় দাঁড়িয়ে হট্টগোল শুরু করে দেন রুশ তরুণী। কালো পোশাক পরা তরুণীকে সামলাতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এক্সের (সাবেক টুইটার) ওই ভিডিওতে তরুণীকে কাঁদতে এবং চিৎকার করতে দেখা যায়।
সম্প্রতি ভারতের ছত্তিশগড়ের রায়পুরে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম।
প্রত্যক্ষদর্শীরা দাবি করেছে, দুর্ঘটনার কিছুক্ষণ আগে মদ্যপ ওই রুশ তরুণী চালকের কোলে বসে ছিলেন। রাতের দিকে বার থেকে মদ্যপান করে যুবক ও তরুণী গাড়িতে ফিরছিলেন। তরুণী কোলে বসে থাকায় গাড়ি নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিল না যুবকের। সে কারণেই প্রচণ্ড গতিতে এসে স্কুটারটিতে ধাক্কা দেয় গাড়িটি। ঘটনাটির পর এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
জানা গেছে, ট্যুরিস্ট ভিসায় ভারতে এসেছেন ওই রুশ তরুণী। তাকে ও চালককে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গাড়িতে ‘ভারত সরকার’ কথাটি লেখা ছিল। গাড়ির মালিক সরকারি আইনজীবী।