• ঢাকা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০, ২২ শা'বান ১৪৪৬

তিমির পেট থেকে বেঁচে ফিরে লোমহর্ষক বর্ণনা দিলেন যুবক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৬:৩৩ পিএম
তিমির পেট থেকে বেঁচে ফিরে লোমহর্ষক বর্ণনা দিলেন যুবক
এড্রিয়ান সিমাঙ্কাস ভেনেজুয়েলার। ছবি : সংগৃহীত

চিলির পাতাগোনিয়া অঞ্চলে নৌ-ভ্রমণের সময় এড্রিয়ান সিমাঙ্কাস ভেনেজুয়েলার নামের এক যুবককে আচমকা গিলে ফেলে বিশালাকার এক তিমি। বাবার সঙ্গে ম্যাগেলান প্রণালীতে কায়াকিং করছিলেন তিনি। সেখান থেকে জীবিত ফিরে এসে জানিয়েছেন লোমহর্ষক কাহিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এ ঘটনার ভিডিও। তার বাবা ডাল কাছাকাছি অবস্থান থেকেই পুরো ঘটনাটি ভিডিওতে ধারণ করতে সক্ষম হন।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাড্রিয়ান বলেন, “আমি এক সেকেন্ডের জন্য বুঝতে পারলাম যে, আমি কোনো কিছুর মুখের ভেতরে রয়েছি। হয়ত এটি আমাকে খেয়ে ফেলেছে, এটি হয়তো ওরকা বা কোনো সমুদ্র দানব।”

অ্যাড্রিয়ান বলেন, “আমি চোখ বন্ধ করেছিলাম এবং যখন আবার খুললাম বুঝতে পারলাম আমি তিমির মুখের ভেতরে আছি। আমি আমার মুখে একটি পিচ্ছিল অনুভূতি পেলাম। চারপাশে শুধু গাঢ় নীল এবং সাদা রঙ দেখতে  পাচ্ছিলাম। আমি ভাবছিলাম, যদি এটি আমাকে গিলে ফেলে, তবে আমি কী করতে পারি। কারণ তখন আর আমি নিজেকে রক্ষা করার কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না।”

কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যাড্রিয়ান অনুভব করতে লাগলেন যে, তিনি ধীরে ধীরে পানির ওপরের দিকে উঠে আসছেন। অ্যাড্রিয়ান বলেন, “আমি একটু ভয় পেয়েছিলাম যে, কতক্ষণ নিশ্বাস ধরে রাখতে পারব, কারণ আমি জানতাম না, কত গভীরে আছি এবং আমার মনে হচ্ছিল, আমি ওপরে আসতে অনেক সময় নিচ্ছি। আমি দুই সেকেন্ডের জন্য ওপরে উঠলাম, এবং অবশেষে যখন আমি পানির ওপর পৌঁছালাম, বুঝতে পারলাম তিমিটি আমাকে পুরোপুরি খায়নি।”

নিকটবর্তী কায়াক থেকে অ্যাড্রিয়ানের বাবা ডাল সিমাঙ্কাস অবিশ্বাসের সঙ্গে দেখছিলেন পুরো দৃশ্য। তিনি বলেন, “আমি যখন ঘুরে তাকালাম, অ্যাড্রিয়ানকে দেখতে পেলাম না। এক মুহূর্তের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। তারপর দেখি, সে পানির নিচ থেকে উঠে আসছে। তারপর আমি একটা বিশাল দেহ দেখলাম, যেটাকে আমি সঙ্গে সঙ্গেই একটি তিমি বলে ধরে নিয়েছিলাম, কারণ এটি ছিল বিশাল।”

Link copied!