• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রাম্পকে বিশ্বনেতাদের অভিনন্দন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০৪:০১ পিএম
ট্রাম্পকে বিশ্বনেতাদের অভিনন্দন

ম্যাজিক ফিগারের একদম কাছাকাছি অবস্থানে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি ইতোমধ্যেই ২৬৭টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন। হোয়াইট হাউসের পথ নিশ্চিত করতে তার আর প্রয়োজন মাত্র ৩ ভোট। অপরদিকে, কমলা এগিয়ে আছেন ২১৪টিতে। অর্থাৎ ট্রাম্পের জয় এখন অনেকটাই নিশ্চিত বলা যায়।

এরই মধ্যে নিজেকে জয়ী ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এবারের নির্বাচনে জয়ী হলে এ নিয়ে দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউজের মসনদে বসবেন ট্রাম্প। তাই তার উচ্ছ্বাস একটু বেশি। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন বিশ্বনেতারা। এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ট্রাম্পকে অভিনন্দন জানান।

ট্রাম্পকে `বন্ধু’ উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে পোস্ট করে বলেন, ‘ঐতিহাসিক নির্বাচনে জয়ের জন্য আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। আপনার আগের মেয়াদের সাফল্যের ওপর ভিত্তি করে, আমি ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করার জন্য আমাদের সহযোগিতা নতুন করে এগিয়ে নিতে উন্মুখ। আসুন একসঙ্গে আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য কাজ করি।‘

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে এক্সে লিখেছেন, ‘আগামী বছরগুলোতে আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। আপনার কাছের বন্ধু হিসেবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের মুক্তি, গণতন্ত্রের পাশে থাকব।’

হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসাকে ঐতিহাসিক প্রত্যাবর্তন উল্লেখ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এক্সে তিনি লিখেছেন, ‘এটা আমেরিকার জন্য একটি নতুন সূচনা এবং ইসরায়েল ও আমেরিকার মধ্যে মহান জোটের জন্য একটি শক্তিশালী প্রতিশ্রুতি। এটি একটি বিশাল বিজয়!’

ট্রাম্পের সমর্থনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এক্সে লিখেছেন, ‘বিশ্বব্যাপী শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতির প্রশংসা করি। এটি ঠিক সেই নীতি যা ইউক্রেনে শান্তি আনতে পারে।’

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘অভিনন্দন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা যেভাবে কাজ করতাম, ঠিক সেভাবে চার বছর একসঙ্গে কাজ করতে প্রস্তুত। আরও শান্তি ও সমৃদ্ধির জন্য প্রত্যয়, শ্রদ্ধা, উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে কাজ করব।’

ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমাদের জোটকে শক্তিশালী রাখার জন্য তার নেতৃত্ব আবারও গুরুত্বপূর্ণ হবে। ন্যাটোর মাধ্যমে শক্তির মাধ্যমে শান্তি এগিয়ে নিতে আমি আবারও তার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।’

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক পোস্টে লিখেছেন, ‘ট্রাম্পকে সর্বোচ্চ আন্তরিক অভিনন্দন। এটি একটি কৌশলগত বন্ধন, যা আমি নিশ্চিত যে আমরা এখন আরও শক্তিশালী করব।‘

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রামে বলেন, ‘ট্রাম্পের একটি প্রয়োজনীয় গুণ আছে। একজন ব্যবসায়ী হিসেবে খারাপ দাতব্য প্রকল্পে ও উদাসীন আন্তর্জাতিক সংস্থাগুলোতে অর্থ ব্যয় তিনি মারাত্মকভাবে অপছন্দ করেন।’

এছাড়া ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুফ, অস্ট্রিয়ান চ্যান্সেলর কার্ল নেহামার, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, চেক প্রধানমন্ত্রী পেট্র ফিয়ালা, রোমানিয়ার প্রধানমন্ত্রী মার্সেল সিওলাক, সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন, নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন, এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!