• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

জাতিসংঘে রাশিয়ার নিন্দা করলেন বিশ্বনেতারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ০৫:২৫ পিএম
জাতিসংঘে রাশিয়ার নিন্দা করলেন বিশ্বনেতারা

ইউক্রেনে হামলা চালানোয় সম্প্রতি শুরু হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনে রাশিয়ার নিন্দা করেছে ফ্রান্স ও জার্মানি। তারা রাশিয়ার প্রতি সাম্রাজ্যবাদ সৃষ্টির অভিযোগ এনেছে।

আল-জাজিরা জানায়, জরুরি ভিত্তিতে শান্তি আলোচনা শুরু করার দাবি জানিয়েছে কাতার, সেনেগাল ও তুরস্ক। এ ছাড়া রাশিয়ার নৃশংসতার তদন্তে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানিয়েছে লিথুয়ানিয়া।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের বেদিতে দাঁড়িয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, “কোনো যুক্তির প্রয়োজন নেই, এটি স্পষ্ট সাম্রাজ্যবাদ।” তার মতে, রাশিয়ার এমন আচরণে শুধু ইউরোপ না, পুরো বিশ্ব আজ বিপর্যস্ত।

তিনি জানান, রাশিয়া যদি যুদ্ধ শেষ করতে চায়, তার অর্থ হলো দেশটি হার মানছে। তবে রাশিয়া শান্তি চাইলেই শান্তি আসবে না, ইউরোপ শেষ পর্যন্ত ইউক্রেনকে সহযোগিতা দিয়ে যাবে। সর্বশক্তি দিয়ে ইউক্রেনকে আর্থিক, অর্থনৈতিক এবং মানবিক সহযোগিতা দিয়ে যাবে তারা।

কোভিড-১৯ এবং ইউক্রেন হামলার পর এটিই জাতিসংঘ সাধারণ পরিষদের পূর্ণ সভা। তবে রাশিয়া ও চীনের প্রেসিডেন্ট উপস্থিত হবেন না এই আয়োজনে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!