• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুড়িয়ে পাওয়া নোটে লটারি কিনে কাঠমিস্ত্রি পেলেন ১০ লাখ ডলার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ০৭:০৭ পিএম
কুড়িয়ে পাওয়া নোটে লটারি কিনে কাঠমিস্ত্রি পেলেন ১০ লাখ ডলার

পরিবারের জন্য নিত্যপণ্য কিনতে মুদিদোকানে যাচ্ছিলেন এক ব্যক্তি। দোকানের কাছে যেতেই ২০ ডলারের একটি নোট পড়ে থাকতে দেখেন তিনি। সেই নোটটি দিয়ে তিনি কিনে ফেলেন একটি লটারির টিকিট। এরপর টিকিট ঘষে পেয়ে যান ১ মিলিয়ন বা ১০ লাখ ডলার। 

গত মঙ্গলবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য উত্তর ক্যারোলাইনার এলাকায় এই ঘটনাটি ঘটে। আর ওই ভাগ্যবান ব্যক্তির নাম জেরি হিকস। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।

জেরি হিকসের বরাত দিয়ে বার্তা সংস্থা সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিএনএন জানায়, জেরি হিকস এক্সট্রিম ক্যাশের টিকিট কিনেছিলেন। তিনি বলেন, “আমি আসলে যে টিকিট কিনতে চেয়েছিলাম, সেই টিকিট খুঁজে পাইনি। তাই আমি এই টিকিট (এক্সট্রিম ক্যাশ) কিনেছিলাম।”

উত্তর ক্যারোলাইনা এডুকেশন লটারির প্রধান কার্যালয় থেকে গত শুক্রবার (২৫ অক্টোবর) হিকস তার পুরস্কার বুঝে নেন। তিনি এককালীন ছয় লাখ ডলার গ্রহণ করেছেন। পুরো অর্থ পেতে হলে তাকে ২০ বছর ধরে তা গ্রহণ করতে হতো। এর বদলে তিনি এককালীন কম অর্থ গ্রহণ করার সুবিধা নেন।

কর দেওয়ার পর জেরি হিকস হাতে পেয়েছেন ৪ লাখ ২৯ হাজার ৭ ডলার। লটারি কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেরি হিকস লটারির অর্থ দিয়ে তার সন্তানদের সাহায্য করতে চান। এ ছাড়া তিনি ৫৬ বছর বয়স হওয়ার পর কাঠমিস্ত্রি হিসেবে অবসর গ্রহণ করে লটারির অর্থ খরচ করার পরিকল্পনা করছেন।

সেই সময়ের আগপর্যন্ত হিকস তার এই জয়কে উপভোগ করতে চান। তিনি বলেন, “আমরা এখন সরাসরি গোল্ডেন কোরালে (আমেরিকার সুপরিচিত বুফে রেস্তোরাঁ) যাচ্ছি। তাদের যা আছে, তার সবকিছুই আমরা খাব।”

Link copied!