• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কোনো যুদ্ধ শুরু করব না, থামাব : বিজয়পূর্ব ভাষণে ট্রাম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০৩:৫৩ পিএম
কোনো যুদ্ধ শুরু করব না, থামাব : বিজয়পূর্ব ভাষণে ট্রাম্প
ডোনাল্ড লু। ফাইল ফটো

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের একেবারে দ্বারপ্রান্তে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সর্বশেষ ফলাফলের তথ্যানুযায়ী, প্রেসিডেন্ট পদে বিজয়ী হতে আরও ৩টি ইলেকটোরাল ভোটের প্রয়োজন এই রিপাবলিকান প্রার্থীর। ইতোমধ্যে বিজয়পূর্ব ভাষণ দিয়েছেন তিনি। সেখানে তিনি বলেছেন, “আমি কোনো যুদ্ধ শুরু করব না, যুদ্ধ থামাব।”

বুধবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ডোনাল্ড ট্রাম্প জানান, ৪ বছর তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র কোনো বড় যুদ্ধের মধ্যে যায়নি, তবে আইএসআইএসকে পরাজিত করেছিল।  

ফ্লোরিডা পাম বিচে বক্তব্যে ট্রাম্প বলেন, “একদিন তারা (দেশের মানুষ) এই দিনের দিকে ফিরে তাকাবে এবং এই দিনটিকে ‘নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি দিন’ হিসেবে বিবেচনা করবে।”

মেলানিয়াকে ধন্যবাদ জানিয়ে তাকে ‘ফার্স্ট লেডি’ উল্লেখ করে রিপাবলিকান এই প্রার্থী জানান, তিনি (মেলানিয়া) দুর্দান্ত কাজ করেছেন। তিনি মানুষকে সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করেন।

জনতার স্লোগান দেওয়ার পর একপর্যায়ে ট্রাম্প এমন একজনের সম্পর্কে কথা বলতে শুরু করেন, যিনি তার প্রচার শিবিরের একটি প্রধান অংশ হয়ে উঠেছিলেন। তিনি হচ্ছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের (টুইটার) মালিক এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!