• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

ইমরানের জীবনে ‘গ্ল্যামার গার্ল’ হতে চান এই নারী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৩১, ২০২৩, ০৫:৫৫ পিএম
ইমরানের জীবনে ‘গ্ল্যামার গার্ল’ হতে চান এই নারী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চতুর্থ স্ত্রী হতে চান যুক্তরাজ্যের টিকটকার জিয়া খান। ৭০ বছরের বেশি বয়সী এই ক্রিকেটার-রাজনীতিবিদকে বিয়ে করতে তার কোনো আপত্তি নেই।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও আনন্দবাজার পত্রিকার পৃথক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। জিয়া খান মনে করেন ইমরানের তৃতীয় স্ত্রী বুশরা বিবির জীবনযাপনের ধারা ওই সাবেক ক্রিকেটারের ঝকঝকে জীবনের সঙ্গে মেলে না। ইমরানের জীবনে ওই আগের দীপ্তি  ফেরানো দরকার। ইমরানের আসলে একজন দুষ্টু-মিষ্টি বউ দরকার। ইমরানের জীবনে গ্ল্যামার দরকার। আর তিনি সেই ‘গ্ল্যামার গার্ল’ হবেন।

একটি টিকটক ভিডিওতে জিয়া খান জানান, তিনি শুধু ইমরানকে বিয়েই করবেন না, বুশরার সঙ্গে তার বিচ্ছেদও ঘটাতে চান। ইমরানের চতুর্থ স্ত্রী হতে তার কোনো আপত্তি নেই।

তিনি বলেছেন, “ইমরান সত্তরোর্ধ্ব তো কী হয়েছে? উনি তো ইমরান খান! আমি ইমরানের জীবনে জেল্লা ফিরিয়ে আনতে চাই। তার প্রথম স্ত্রী ছিলেন জেমাইমা। তারপর এক সাংবাদিককে বিয়ে করেছিলেন এই রাজনীতিবিদ। কিন্তু তারপর বুশরাকে বিয়ে করে ধার্মিক জীবনযাপন শুরু করেছেন ইমরান।”

ইমরান খান অবশ্য এখন নিজেকে সামলাতেই ব্যস্ত। এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Link copied!