• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

মহিষ বিক্রির টাকা নিয়ে স্বামী-সন্তান রেখে ভিক্ষুকের সঙ্গে পালালেন নারী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৩:১৮ পিএম
মহিষ বিক্রির টাকা নিয়ে স্বামী-সন্তান রেখে ভিক্ষুকের সঙ্গে পালালেন নারী
প্রতীকী ছবি

স্বামী ও ৬ সন্তানকে রেখে ভিক্ষুকের সঙ্গে পালিয়ে গেছেন ৩৬ বছর বয়সী এক নারী। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী।

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের হারদই জেলায় এই ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভির তথ্যমতে, ওই নারীর স্বামীর নাম রাজু (৪৫)। তিনি ইতোমধ্যে থানায় অভিযোগ করেছেন। পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করেছে।

অভিযোগে রাজু জানান, স্ত্রী রাজেশ্বরী ও ছয় সন্তানকে নিয়ে হারদইয়ের হারপালপুর এলাকায় বসবাস করেন। ৪৫ বছর বয়সী নানহে পণ্ডিত এলাকায় মাঝেমধ্যে ভিক্ষা করতে আসতেন। নানহে ভিক্ষা করতে এলে প্রায় রাজেশ্বরীর সঙ্গে গল্প করতেন এবং তারা ফোনেও কথা বলত। গত ৩ জানুয়ারি আনুমানিক দুপুর ২টায় রাজেশ্বরী তাদের মেয়ে খুশবুকে বলে যে কাপড় ও সবজি কিনতে সে বাজার যাচ্ছে। এরপর রাজেশ্বরী না ফিরলে তিনি সব জায়গায় খোঁজেন। কিন্তু পাননি।

রাজু বলেন, “একটি মহিষ বিক্রি করার যে টাকা ছিল তা নিয়েও আমার স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছে। আমি সন্দেহ করছি নানহে তাকে নিয়ে গেছে।”

হারদই পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৮৭ ধারার অধীনে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। তারা এখন অভিযুক্ত ভিক্ষুক নানহে পণ্ডিতকে খুঁজছে।

Link copied!